বাংলাদেশকে উপস্থাপনা

কিছুদিন আগে আমাদের ইউনিভাসির্টির বাংলাদেশ ছাত্র সংঘের মেইলিং লিস্টে একটা মেইল পেলাম। আমেরিকাকে অন্যান্য দেশের ছাত্ররা কেমন দেখে সেটা নিয়ে লেখা হবে কেউ আলোচনায় উৎসাহী হলে রিপোর্টারের সাথে আলোচনা করতে বলা হয়েছিল। তো আমার মনে হলো যে আমি গিয়ে কথা বলতে পারি এ ব্যপারে। তো সাইবেরিয়ান রিপোর্টার মেয়েটি ইমেইলে প্রাথমিক প্রশ্ন উত্তর শেষে আমাকে বলল একবার দেখা করতে। তো দেখা হলে পরে খুটিয়ে খুটিয়ে বেশ অনেক প্রশ্ন করল। সৎভাবে উত্তর দেবার চেষ্টা করেছি। আজকে আবার আমরা বিভিন্ন দেশের যারা সাক্ষাৎকার দিয়েছি তাদের ছবিও তুলল। আমি তো একটু ভয়ই পেয়ে গেছি। ঠিকঠাক মতো বাংলাদেশকে রিপ্রেজেন্ট করলাম তো? পরশু নাকি রিপোর্টটা ছাপা হবে। এখানে স্ক্যান করে তুলে দিবো।
আমার ভয় পাওয়াটা অবশ্য অমূলক না। কয়েকমাস আগে আরেকটা রিপোটের্ ভলানটিয়ার হিসেবে গিয়েছিলাম। ওটার ফোকাস ছিল ভিসা সমস্যা। আমি আমাদের ভিসা সমস্যা নিয়ে বহু কিছু বললাম। অথচ আমার দেয়া তথ্যই ভিন্ন প্রয়োজনে ব্যবহার হতে দেখে মন খারাপ হয়ে গিয়েছিলাম। একেই বলে সাংবাদিকদের ইনফরমশেন ম্যানুপুলেশন।
দেখা যাক এবার কি হয়।
(প্রথম প্রকাশ সামহোয়্যারইন ব্লগ ২০০৬-০৪-০৫)
টি মন্তব্য:
<< নীড়পাতা