ইয়াহু মেইল বেটা


অনেক দিন ধরে আসবে আসবে শুনছি। আর প্রতীক্ষার পালা গুনছিলাম। এখন একটা পদ্ধতি পাওয়া গিয়েছে নতুন ইয়াহু মেইল বেটা পাবার জন্য। আপনার Content Preference কে পরিবর্তন করতে হবে Germany, France or UK তে। তারপর নতুন করে লগইন করলে আপনাকে জিজ্ঞেস করা হবে নতুন ইয়াহু মেইল বেটা ব্যবহার করতে চান কিনা। ইয়েস ক্লিক করুন। অপশন থেকে আবার আগের Content Preference এ চলে যান। এরপর আপনি নতুন ইয়াহু মেইল দেখতে পারবেন। না দেখলে অপশন থেকে বেছে নিন নতুন বেটা।

Content Preference পরিবর্তন করবেন কিভাবে:
* লগইন করুন ইয়াহু তে
* অপশন ক্লিক করুন (উপরে-ডানদিকে)
* বাম প্যানেল থেকে Account information ক্লিক করুন
* Member Information, General Preferences, Preferred Content এ যান
* উপরোক্ত দেশগুলোর একটি বেছে নিন, উদাহরনস্বরুপ: Yahoo UK বেছে নিতে পারেন।
* Finished ক্লিক করুন
* ইয়াহু মেইলে ফিরে আসুন, নতুন করে লগইন করে
* It's the New Yahoo! Mail Beta... and you're invited. লেখা একটা পেইজ দেখতে পাবেন
* Try Beta Now ক্লিক করুন

নতুন ইয়াহু মেইল বেটার সুবিধা অনেক। অ্যাজাক্স ভিত্তিক নতুন ইন্টারফেস আপনাকে পুরোপুরি ডেক্সটপ মেইল ক্লায়েন্ট ব্যবহারের স্বাচ্ছন্দ্য দেবে। বিস্তারিত জানতে এখানে ভিজিট করুন:
http://yahoo.weblogsinc.com/2005/09/14/review-new-yahoo-mail-beta/

আপনাদের সুবিধার্থে উপরের ইনস্ট্রাকশনটা ইংরেজীতেও দিলাম।
To get Yahoo Mail Beta, just switch your content preference to Germany, France or UK. Then you will be asked if you want to join the beta when you log into your Yahoo Mail. Say yes, and join the beta. Then from the options menu, change your content preference what it was before. Then go to Yahoo Mail again. You should see Yahoo Beta. If you don't see it, go to options and click "Try Beta" button. That's all.

How to change your content preference:
* log in to Yahoo Mail
* click Options
* select Account information from the left panel
* go to Member Information, General Preferences, Preferred Content
* select, for example, Yahoo UK
* click Finished
* go to Yahoo Mail
* you'll see a page that says "It's the New Yahoo! Mail Beta... and you're invited."
* click on "Try Beta Now".

(প্রথম প্রকাশ: সামহোয়্যারইন ব্লগ ২০০৬-০৪-২৫)

টি মন্তব্য:

<< নীড়পাতা