হৃদয়ে বাংলাদেশ - ধর্ম

দেশে ছিলাম আস্ত নাস্তিক। বোধহয় পুরোপুরি ঠিক বল্লাম না। আসলে ছিলাম সাধারন ধরনের বিজ্ঞান পড়ে সব কিছু অস্বীকার করতে চাওয়া, কিন্তু বিবেক আর সমাজের টানাপোড়েনের শিকল ভাঙ্গতে না পারা একজন। যুক্তিগুলো শুনে খুব বিশ্বাস করতে ইচ্ছে হতো, আবার একেবারে নাস্তিকও হতে পারতাম না। আমার ধারনা আমার মত মানুষের কথা একেবারে হাতে গোনা নয়।

তো এখানে এসে দেখি মনটা খালি দুর্বল লাগে। নামাজ পড়লে ভাল লাগে। সব বাঙ্গালী দেখি নামাজ পড়ে। বিরাট বিরাট দাড়ি ঝুলায়ে ঘুরে বেড়ায়। বিবেকের দংশনে পড়ে গেলাম। এখানে তো বাঙ্গালী কমিনিটি ছাড়া বাস করা মুশকিল। তার উপর মার কথা মনে পড়ে, ফোন করলে মা কান্নাকাটি করে। মনটাই খারাপ হয়ে যায়। মা, বউ আমাকে চারিত্রিক দিক দিয়ে ঠিক রাখার জন্য নামাজ পড়তে বলে। তাদের কথা ফেলেও দিতে পারিনা।

কিছুদিন আগে সহ ব্লগার সম্ভবত শোমোচৌ ভাইয়ের ব্লগে এরকম একটা লেখা খুঁজে পেয়েছিলাম। দেশের বাইরে আসলে মানুষ বেশী ধামির্ক হয়ে পড়ে।

যাই হোক এখন আমার অবস্থা আবার সেইরকম, ধরি মাছ না ছুঁই পানি। নাস্তিকদের তাল দেই আবার আস্তিকদের সাথেও ভাল সর্ম্পক রাখি। মাঝবয়সের সবদিক সামলে চলা একটা মানুষ...

(প্রথম প্রকাশ: সামহোয়্যারইন ব্লগ ২০০৬-০৪-১১)

টি মন্তব্য:

<< নীড়পাতা