তিনটি বাঁদর



তিনটি বাঁদর।

তাদের একজন কান বন্ধ করে আছে। বলছে - 'খারাপ কিছু শুনতে নেই'।

আরেকজন চোখ বন্ধ করে আছে। বলছে - 'খারাপ কিছু দেখতে নেই'।

তৃতীয়জন মুখ বন্ধ করে আছে। বলছে - 'খারাপ কিছু বলতে নেই'।

টি মন্তব্য:

Anonymous Anonymous বলেছেন...

যে বাঁদরটা কান বন্ধ করে আছে, সে কিন্তু খারাপ জিনিস দেখে খারাপ কথা বলতে পারে।

যে বাঁদরটা চোখ বন্ধ করে আছে, সে কানবন্ধ বাঁদরের কথা শুনে হাসতে হাসতে শেষ, মাঝে মাঝে ফোড়নও কাটছে।

যে বাঁদরটা মুখ বন্ধ করে আছে, সে বাকি দুজনের খাইষ্টা খাইষ্টা কথা শুনছে, খারাপ জিনিসও দেখছে সমানে, আর মুখ চেপে সমানে হাসছে, তবে বলছে না কিছুই।

 
Anonymous asraful বলেছেন...

ধন্যবাদ, তথ্যটি আমারেদ সাথে ভাগ করার জন্য।
আমাদের সমাজের বর্তমান অবস্থা। অনেকে অন্যায় করতে দেখছে কিন্তু কিছু বলছে না, অনেকে শুনছে, দেখছে কিন্তু চুপ। এমন লোকের মতামত অন্যের সাথে হচ্ছে তাতে আমার কি? এই তিন বাঁদরকে দেখে সমাজের সেই সব লোকের কথা মনে হল।

 

<< নীড়পাতা