মি: হাইড

প্রতিটা মানুষের ভিতর ভাল আর খারাপ এই দুটি সত্ত্বার বসবাস। চচার্র মাধ্যমে কেউ খারাপ সত্ত্বাটির বিকাশ ঘটায় কেউ ঘটায় ভাল সত্ত্বাটির বিকাশ। ড: জেকিল আর মি: হাইডের গল্পটি দুলাইনে প্রকাশ করতে বলা হলে এভাবেই বলব আমি।
খারাপ সত্ত্বাটি কিন্তু ভেতরেই থাকে। অপেক্ষা করে সুযোগের। তচনচ করে দেয় পৃথিবী সঠিক সুযোগ পেলে।
একই সুর পাই আমরা এক্স মেন ত্রি তে জীনের চরিত্রে। তেমনি সাম্প্রতিকতম বিশ্বকাপ ফাইনালে জিদানের ব্যাবহারে দেখা যায় তার মি: হাইডের বহি:প্রকাশ।
আমার ক্ষেত্রে দেখেছি চুল বড় রাখলে আমার মি: হাইড বেরিয়ে আসে। ক্রমাগত হিংস্র থেকে হিংস্রতর হয়ে যেতে থাকি আমি। পুরো দুনিয়াকে হেলায় সরিয়ে দিতে পারি। উড়িয়ে দিতে পারি সবকিছু ফুৎকারে।
চুল বাড়ে আর সেই দৈত্য বড় হয়, আরো বড় হয় - বেরিয়ে আসতেই থাকে ...
আপনার মি: হাইড বের হয় কখন, কিভাবে?
মন্তব্যসমূহ
- সাদিক বলেছেন:
২০০৬-০৭-১০ ০৬:০৭:৫৭
যখন আমি কি, বা
আমি আমার নিজেকে ভুলে যাই,
ঠিক তখন। - সাদিক বলেছেন:
২০০৬-০৭-১০ ০৬:০৭:২৯
চমৎকার থট প্রোভোকেটিং পোস্ট। যারা চিন্তা করে তাদের জন্য অবশ্যই। নইলে ..
আমার ইংরেজী ওয়েবলগে পোস্টদিতে পারি এইটা? তোর ক্রেডিটে অবশ্যই।
http://mysticsaint.blogspot.com - ফজলে এলাহি বলেছেন:
২০০৬-০৭-১০ ০৬:০৭:৫৯
পোষ্টটি পড়েই কুরআনের যে আয়াতটি মনে পড়লো-
[ইংলিশ]অহফ রহংঢ়রৎবফ র: (রি:য পড়হংপরবহপব ড়ভ) যিধ: রং ৎিড়হম ভড়ৎ র: ধহফ (যিধ: রং) ৎরময: ভড়ৎ র:. [ঝঁৎধ অংয-ঝযধসং : ০৮][/ইংলিশ]
“তারপর তাকে তার সৎকাজের এবং তার অসৎকাজের জ্ঞান দান করেছেন।” [সূরা আস্-শামচ্ : ০৮] - ফজলে এলাহি বলেছেন:
২০০৬-০৭-১০ ০৬:০৭:৩০
And inspired it (with conscience of) what is wrong for it and (what is) right for it. (Sura Ash-Shams : 08)
ইংরেজীটা কি এবারও দেখা যাবে না? - সাইফ ভুইয়া বলেছেন:
২০০৬-০৭-১০ ০৭:০৭:৫২
পবিত্র কুরআনে আত্মার তিনটি রূপের কথা বলা হয়েছে----
১। নাফসে আম্মারা
২। নাফসে লাওয়ামা
৩। নাফসে মুতমাইন্না।
আম্মারা সবসময় মানুষকে খারাপ কাজের প্ররোচনা দিতে থাকে । লাওয়ামা কোন খারাপ কাজ করে ফেল্লে মনকে ধিক্কার দিতে থাকে । মুতমাইন্না সবসময় অবিচল আর প্রশান্ত থাকে। যার ভেতর আত্মার এই প্রভাব যতটুকু প্রকট তার কর্মকান্ড সেই রকমই হয়ে থাকে।
তবে এখানে মি: হাইড বলে যাকে বুঝানো হয়েছে তাকে আম্মারাকেই বুঝানো হয়ে থাকতে পারে বলে আমার মনে হয়। হঠাৎ তার স্ফুরন মানবীয় দুর্বলতা এবং প্রথটির প্রভাব কেই প্রকাশ করে। - সাইফ ভুইয়া বলেছেন:
২০০৬-০৭-১০ ০৭:০৭:৪৩
আমার নিজেকে ভুলে গেলেই কেবল ভেতরের মানুষটি (পশুত্বটি) বের হয়ে আসতে পারে। আমার নিজের বেলায় তা দেখেছি। - এস এম মাহবুব মুর্শেদ বলেছেন:
২০০৬-০৭-১০ ০৭:০৭:০৭
সাদিক, তুই তোর ব্লগে শিওরলি পোস্ট করতে পারিস।
ফজলে এলাহি এবং সাইফ,
আপনার বোধহয় মূল প্রসঙ্গ থেকে দূরে চলে যাচ্ছেন। নিজের মি: হাইড কখন বেরিয়ে আসে সেটাই বিশ্লেষন করতে চেয়েছি আমি।
মন্তব্যের জন্য ধন্যবাদ। - এস এম মাহবুব মুর্শেদ বলেছেন:
২০০৬-০৭-১০ ০৭:০৭:০০
ওহ সাইফ আপনার দ্বিতীয় মন্তব্যটি দেখতে পাইনি আগে। সরি। - সাদিক বলেছেন:
২০০৬-০৭-১০ ০৮:০৭:৩৪
কৃতজ্ঞতা। - অমি রহমান পিয়াল বলেছেন:
২০০৬-০৭-১০ ০৮:০৭:৫১
ঢুসটাই দেখলেন! উস্কানিটা দেখলেন না!! জিদানের মতো মুখচোরা চুপচাপ আদমী কী কারণে প্রোভোকড হয় সেটাও বিবেচ্য। এনিওয়েজ, ভালো পাইছি আপনের বিশ্লেষণ। অ:র:পি: খুশ হুয়া - এস এম মাহবুব মুর্শেদ বলেছেন:
২০০৬-০৭-১০ ০৮:০৭:০৩
পিয়াল ভাই,
জিদানকে কি বলছিল সেটা আমি জানি না, ইন্টারনেটেও পাইনি। কিন্তু তার মি: হাইড বের হতে দেখেছি। তখন ভাবলাম সবারই তো মি: হাইড থাকে, কখনও দেখা যায় কখনও যায় না। তো ঠিক কি জন্য ঘটে ব্যাপারটা সেটা ভাবতে গিয়ে এই পোস্টের জন্ম। কমেন্টের জন্য ধন্যবাদ। - মুখফোড় বলেছেন:
২০০৬-০৭-১০ ১০:০৭:৫৩
হুমমম ... প্লট পেলুম। দেখি রহস্যগল্পে এ সংক্রান্ত টুইস্ট দেয়া যায় কি না। - রেজওয়ান বলেছেন:
২০০৬-০৭-১০ ১৬:০৭:৩৩
আপনার চুল এখন কত বড়?
Jokes apart আমার মনে হয় মানুষের মনের খারাপ দিকটি বের হয়ে আশাটা নিতান্তই মানবিক ।
এমনি যে ব্যক্তির শুধু গুনই প্রকাশ পায় তার মধ্যে নিশ্চয়ই গলদ আছে । আমি ব্যক্তি পুজোয় বিশ্বাসি না । জিদান অমন করায় তার হিরোইক ইমেজের ক্ষতি হয়েছে কিন্তু সে যে রক্ত মাংসের মানুষ এটাই প্রকাশ পেয়েছে ।
আমার মনে হয় স্ট্রেইট ফরোয়ার্ড হওয়াই ভালো । মুখে মিষ্টি আর পেটে বিষ ধরনের ভন্ড সম্পর্কে আমি সব সময়ই সাবধানে থাকি । - চোর বলেছেন:
২০০৬-০৭-১০ ১৬:০৭:৫৬
আমার কোনো হাইড ফাইড নাই। যা কই সরাসরি। আপনে মিয়া এই মান্ধাতা আমলের বড় চুলের স্টাইল বাদ দিয়া টাকমাথা হইয়া যান। তয় জিদানের মত আমারে আবার টাকমাথা দিয়া গুতা মারতে আইসেন না। - এস এম মাহবুব মুর্শেদ বলেছেন:
২০০৬-০৭-১০ ২২:০৭:১৮
মুখফোড় যে হারে আপনি প্লট পাচ্ছেন তাতে করে ঢাকা বাসী তো প্লটহীন হয়ে যাবে। রাস্তায় রাস্তায় ঘুরতে হবে। অবশ্য আপনি প্লট পাইলে আমাদেরই সুবিধা। ক্যারি অন। - এস এম মাহবুব মুর্শেদ বলেছেন:
২০০৬-০৭-১০ ২২:০৭:৪৪
রেজওয়ান ও চোর ধন্যবাদ।
চোর ফ্যাশন ট্যাশন মানি না। আমি লম্বা চুল রাখতে পছন্দ করি। দ্যাটস ইট। তবে আর হয়ত রাখা হবে না।
টি মন্তব্য:
?????
???????
????????
????????
?????????
?????????????
??????????
jajajajaja
<< নীড়পাতা