হৃদয়ে বাংলাদেশ: সংস্কৃতি

বাংলাদেশে থাকতে মূল্য বুঝি নাই। টেলিভিশনের নাটক খারাপ, সিনেমা খারাপ, বাংলাদেশের বেশীরভাগ সঙ্গীত পছন্দ হয়না, এইসব ব্যাপার নিয়ে অভিযোগ করতাম। শুনতাম পশ্চিমা সঙ্গীত, হলিউডে বক্স অফিস হিট করল যেটা দেখতাম সেটাই, কথা বলতাম ইংরেজী মিশিয়ে, জিনস প্যান্ট পরে ভাবতাম এটাই বুঝি আসল সংস্কৃতি।
আমেরিকায় এসে প্রথম প্রথম ভাবতাম আহ আমার জন্য উপযুক্ত পরিবেশ। কিন্তু রঙ চটে যেতে সময় লাগল না। তখন শুরু করলাম ওয়েবসাইট ঘেঁটে ঘেঁটে, নাটক, গান এসব খুঁজে বার করা। বাংলাদেশী সংস্কৃতিকে যেন নতুন ভাবে আবিষ্কার করলাম। এখন ছোটখাট বাংলাদেশী অনুষ্ঠানে যেতে খুব মজা পাই। দেশ থেকে কেউ আসার কথা শুনলে খোঁজ নেই, কোন নতুন নাটক এনেছে কিনা। কোন নতুন এলবাম বের হলে খুঁজে বের করি কোথায় ডাউনলোড করা যাবে।
ব্যাপারটা শুধু আমারই না, বরং মোটামুটি সব বাঙ্গালীরই হয়। কেজানে হয়ত যে কোন দেশের লোকেরই ব্যাপারটা হয়। জলে থেকে কে বোঝে জলের মর্ম!
(প্রথম প্রকাশ: সামহোয়্যার ইন ব্লগ ২০০৬-০৪-০৯)
টি মন্তব্য:
Thanks for this blog post
<< নীড়পাতা