আম্মু সোনা


আমার আম্মু সোনাটার ছবি পেয়ে তো খালি দেখছি আর দেখছি। মন আর ভরে না। খালি দেশে যেতে ইচ্ছে করছে, আর আম্মু সোনাটাকে আদর করতে ইচ্ছে করছে। ইনশাল্লাহ ডিসেম্বরে দেখা হবে আম্মু সোনার সাথে, তখন সঙ্গে করে বেঁধে নিয়ে আসব তাকে। কেউ হাজার মানা করলেও আটকাতে পারবেনা।


(প্রথম প্রকাশ: সামহোয়্যারইন ব্লগ ২০০৬-০৫-০৯)

টি মন্তব্য:

Blogger Ragib Hasan বলেছেন...

ডিসেম্বরে আমিও দেশে যাচ্ছি। আড়াই বছর হয়ে গেল, শেষ বার যাবার পরে ...

 

<< নীড়পাতা