অপছন্দ - আমেরিকান বনাম বাংলাদেশী

গতসপ্তাহের আগের রবিবার আড্ডা বসেছিল এক বাঙ্গালী ভাইয়ের বাসায়। চলছিল মুড়ি-আচার-চানাচুর মাখা আর রুহ-আফজা। সেই সঙ্গে তুমুল আড্ডা। হঠাৎ আড্ডায় হাজির এক ভাইয়ার আমেরিকান বন্ধু জো (ধরুন) আর তার বন্ধু জ্যাক (ধরুন)। দুই বেটাই মহা আড্ডাবাজ। আগের পোস্টটাতেও লিখেছি এদের নিয়ে।
এই বিষয় সে বিষয় করে কথা হতে হতে তারা এক পযার্য়ে জিজ্ঞেস করল যদি তারা কখনও আমাদের দেশে যায় তাহলে কি কি কাজ তাদের করা উচিৎ হবে না। আমাদের নিষেধ গুলো ছিল:
১। ছেলেদের হাত ধরে, কাঁধ ধরে ঘুরতে পারেন, কিন্তু মেয়েদের সাথে অমনটি করা যাবে না।
২। বাম হাত দিয়ে কিছু দেয়া যাবে না।
৩। কাউকে ডিঙ্গিয়ে যাওয়া যাবে না।
তখন আমরা আবার জিজ্ঞেস করলাম আমাদের কি কি ব্যাপার তাদের কাছে খারাপ লাগে। তারা যেগুলো বলল সেগুলো সাধারন ভাবে ইন্ডিয়ান সাব কন্টিনেন্টের সবার উপর প্রযোজ্য হয়। ওদের যেগুলো পছন্দ হয়না:
১। ছেলেরা কাঁধে বা হাতে হাত রেখে চলা। গের পরিচয়।
২। স্কার্ট পরা মেয়েদের মত পায়ের উপর পা দিয়ে বসা। এটাও গের পরিচয়।
৩। গন্ধের ব্যাপারে আমেরিকানরা খুব সেনসিটিভ। গায়ের গন্ধ, মুখের গন্ধ এসব খুব বিরক্তির উদ্রেগ করে তাদের।
৪। প্রকাশ্যে নাক খোটানো, দাঁতে খাবার লেগে থাকা, ডাবল ডিপিং এধরনের হাইজিন বিষয়ক ব্যাপার গুলো খুব অফেন্ডিং।
৫। বডি সাউন্ড যেমন ঢেকুর তোলা, ফার্টিং এসব করা বিরক্তিকর। করলেও এক্সিউজমি বলে নিতে হবে।
৬। ভাল কোন খাবারের ক্ষেত্রে যেখানে চামচ ব্যবহার হচ্ছে সাধারন ভদ্রতা সেখানে হাত দিয়ে খাওয়া কাম্য নয়।
এই অভ্যাসগুলো কিন্তু এমনিতেও খারাপ। আমাদের আসলে অভ্যাস করা উচিৎ এই ধরনের অভ্যাস পরিত্যাগ করা।
(প্রথম প্রকাশ সামহোয়্যার ইন ব্লগ ২০০৬-০৬-১৩)
টি মন্তব্য:
গে বুঝাতে - স্কার্ট পড়া বলতে কি লুঙ্গি পড়ার কথা বলা হল?
<< নীড়পাতা