বাংলা ব্যান্ড Stoic Bliss!

আসলে ব্যান্ডটিকে বাংলা বলা যাবে কিনা সে বিষয়ে আমার বেশ সন্দেহ আছে। পশ্চিমা আফিক্রান-আমেরিকান সংস্কৃতির প্রভাবে প্রবাসী বাঙালীদের প্রথম জেনারেশনদের তৈরী করা একটি গ্রুপ এই Stoic Bliss। তাদের প্রথম এলবাম Light Years Ahead শুনেছি বেশ কিছুদিন আগেই। আমার থ্র্যাশ আর ডেথ মেটাল এ অভ্যাস আছে তাই আমার কাছে খারাপ লাগেনি (বরং ভালই লেগেছে) গানগুলি।
ধারনা করছিলাম বাংলাদেশের নতুন প্রজন্ম গানগুলিকে নিবে খুব দ্রুত আর পুরাতন প্রজন্ম ছিঃ ছিঃ করবে। সেটা জানতে আমার খালাত ভাই দশম শ্রেনীর ছাত্র সোহানকে জিজ্ঞেস করলাম এই ব্যাপারে। সে উত্তেজিত হয়ে বলল সে নাকি গানগুলো এলবাম আকারে বার হবার আগেই শুনেছে। এলবামটা বের হবার পর পর নাকি বাজেয়াপ্ত করা হয়, পরে তারা কিছু সংশোধন করে আবার বাজারজাত করে। সম্ভবতঃ কিছু এবিউসিভ ল্যাঙ্গুয়েজ কাটছাট করে আবার বের করে তারা।
ব্যাপারটা আমার কাছে অবাক লাগেনি। আমরা এত সহজে নতুন জিনিস মেনে নিতে পারলে তো আর কথাই ছিলনা। যতই এবিউসিভ, নিগাজ সংস হোক না কেন প্রজন্ম বদলাবেই এবং জন্ম দেবে নতুন নতুন আইডিয়ার। সময়কেই ঠিক করতে দিন কে টিকবে কে টিকবে না সেটার সিদ্ধান্ত নেবার।
(প্রথম প্রকাশ সামহোয়্যারইন ব্লগ ২০০৬-০৫-২০)
টি মন্তব্য:
জব্বর হইসে লেখাটা!
<< নীড়পাতা