বিদায় সামহোয়্যারইন ব্লগ

ভেবেছিলাম কখনো বিদায় নেবনা সামহোয়্যারইন ব্লগ থেকে। মানুষ আসে যায় কিন্তু আমি থেকেই যাব ভেবেছিলাম। তা আর হোলনা হয়ত! নতুন সরকারী অধ্যাদেশের কবলে পড়ে বিদায় নিতে হলো সামহোয়্যার ইন থেকে।

স্বৈরাচার নিপাত যাক,
গণতন্ত্র মুক্তি পাক।

টি মন্তব্য:

Blogger Suman Chowdhury বলেছেন...

এখনো আনুষ্ঠানিক বিদায় দেই নাই । তোমার পেস্ট দেইখা মনে হইলো দেওয়া দরকার । এখন দেখা হইবো ব্লগস্পটেই ।

 
Blogger ব্লগ সম্পাদক বলেছেন...

আমার মনে হচ্ছে বিদায় নিলে ব্যান হয়ে বিদায় নেয়াটাই ঠিক হবে। এভাবে নতি স্বীকার করাটাকে মেনে নিতে পারছি না।

 
Blogger সাধক শঙ্কু বলেছেন...

আমিও কৌশিকের লগে একমত ।

 

<< নীড়পাতা