একটি তারকার জন্ম ও আমাদের বিস্ময়

আমি যে ইউনিভার্সিটিতে পড়ছি সেখানে বাঙ্গালী ছাত্র নেহায়েত কম নেই। মিথোজিবীতার নিয়ম মেনে আমরা দলবদ্ধভাবে একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে সুখে শান্তিতে বাস করি। আমার বউ আসার পর পরই ছাত্র কমপ্লেক্সে আরেকটি নতুন মুখের আগমন ঘটল। ইদ্রিস ভাইয়ের বউ, ববি ভাবী আসলেন প্রায় একই সময়ে।
নতুন মানুষ আসলে যা হয়, উইকএন্ডে পরিচয় পর্ব, আড্ডা। তখনই জানতে পারলাম যে ববি ভাবী গান করেন। গান শুনে তো আমরা চমকে উঠলাম। কি অসাধারন গায়কী আর সুরের খেলা! আহা! আপনাদের কারো যন্ত্রাংশ ছাড়া সামনা সামনী ভালো কোন গায়ক বা গায়ীকার গান শোনার অভিজ্ঞতা আছে কিনা জানি না। যদি থাকে তাহলে বুঝবেন, পুরো শরীর যেন ঝংকার দিয়ে ওঠে তখন। বাইরে ঝুম বৃষ্টি।
তারপর পরই তো আমরা ববি ভাবীর ফ্যান হয়ে গেলাম। যে কোন অনুষ্ঠান হলেই ববি ভাবীর গান আমাদের শোনা চাইই। জানলাম যশোরের মেয়ে ববি ভাবী বিটিভির এনলিস্টেড গায়িকা ছিলেন। সৎ স্কুল শিক্ষক বাবার স্বপ্ন পুরনে গান শেখায় হাতে খড়ি ববি ভাবীর। এলেম নিয়েছেন ফেরদৌস আরা আর অনীল কুমারের মত সঙ্গীত ব্যাক্তিত্বের কাছ থেকে। ইডেনে পড়ার সময় প্রধানমন্ত্রীর হাতে পুরষ্কারও পেয়েছিলেন।
তখনও কি জানি যে আমাদের জন্য আরেকটা চমক অপেক্ষা করছিল। এবারে ক্লোজ আপ ওয়ান যখন আমাদের শহরে আসল তখন জানতাম যে ববি ভাবীর নির্ঘাত পার হয়ে যাবেন। কিন্তু সমগ্র আমেরিকা থেকে যখন একমাত্র প্রতিযোগীনী হিসেবে ভাবী সিলেক্টেড হলো আমরা তো থ!
তারার জন্ম দেখিনি কখনো। দুর থেকে দেখেছি কেবল। বড় সাধও হয়েছে কখনও কখনও ছুঁয়ে দেখি। কিন্তু ববি ভাবীকে যখন ক্লোজ আপ ওয়ানের ভিডিওতে দেখলাম তখন ভেবেছি এভাবেই জন্ম হয় একটি তারার!
১। বিডি বাংলায় ববি ভাবীর ক্লোজআপ ওয়ান ভিডিও। দেখতে হলে রেজিষ্টার করতে হবে আপনাকে। ভিডিওটি এখানে ক্লিক করে তারপর Close up 1 2006 Uk & USA Rounds and 3rd Round Practice ক্লিক করেও দেখতে পারেন।
২। ক্লোজ আপ ওয়ানের ভোট দেবার ওয়েবসাইট
যদি ভালো লাগে ফারজানা ববি ভাবীর গান অনুরোধ রইল ভোট দেবার, একটি নয় যতগুলো আপনার পক্ষে সম্ভব ততটা। উনি আছেন গ্রুপ ডি তে। প্রমান করে দিন আমরা প্রবাসে বলেই পর করে দেননি আমাদের। বাংলাদেশ!, সেতো ছড়িয়ে আছে পুরো পৃথিবীরই বুকে।
(প্রথম প্রকাশ: সামহোয়্যার ইন ব্লগ ২০০৬-১০-০৫)