হায় স্বাধীনতা!!!!!!



স্বাধীনতার জন্য মানুষ কত কিছুই না করে। যুদ্ধে যায়, আত্মাহুতি দেয়। 'স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় হে কে বাঁচিতে চায়, পরাধীনতা শৃঙ্খল কে পরিবে পায় হে কে পরিবে পায়!'

সিকিউরিটির নামে মানুষের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে আমেরিকার হোমল্যান্ড সিকিউরিটি এ অভিযোগ অনেকে করেছেন। তারা নাকি সন্দেহযুক্ত কারো অজান্তেই ইমেল, ফোন ট্র্যাপ করে, সমস্ত তথ্য চেক টেক করে দেখে। কিন্তু এই রকম একটা ঘটনা ঘটাতে পারে সেটা কখনও আন্দাজ করিনি।

সম্প্রতি একটা ওয়েবসাইটে দেখলাম এক লোক দেখলাম Dell 600m সিরিজের একটা ল্যাপটপে একটা ডিভাইস ঠিক করতে সেটা খুলেছে। খুলে আবিষ্কার করল কিবোডের্র সাথে নেটওয়ার্কের কাডের্র একটা বিশেষ সংযোগ যেটা ইন্টারনেটের মাধ্যমে আপনি কি করছেন সেটা বিশেষ কাউকে পাঠিয়ে দিতে পারে।

সেই লোক Dell কে ফোন করার পর তারা জানায় এটা আইডেন্টিফিকেশন ট্যাগ। সিকিউরিটি বিরাট ঘাপলা দেখে সে পুলিশকে ফোন করে। পুলিশ তাকে হোমল্যান্ড সিকিউরিটির কাছে ফোন করতে বলে। সেখানে যোগাযোগের পর তারা জানায় এব্যাপারে তারা বিশেষ কিছু জানাতে পারবেনা কেননা এসমস্ত তথ্য ক্লাসিফায়েড।

হায় স্বাধীনতা!!!!!!